অনুষ্ঠান চলাকালীন দর্শকদের ওপর রেগে গেলেন গায়ক

মঞ্চে উঠে একেবারে নিজস্ব ভঙ্গিমায় গান ধরেছিলেন সোনু। এর পরই হঠাৎ কী যে হল, খুব রেগে গেলেন গায়ক। তবে কেন? ৯ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন সোনু নিগম। প্রায় ২ মাস  আগে থেকেই সোনুর এই একক অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছিল। এমনই চাহিদা ছিল, যে আয়োজকেরা অনুষ্ঠানের জায়গা পরিবর্তন করতে বাধ্য হন । রাজারহাটের অনুষ্ঠান মাঠ ছিল দর্শক মহলে ভর্তি। নির্দিষ্ট সময়েই মঞ্চে ওঠেন সোনু, কিন্তু গায়ককে দেখতে উদ্‌গ্রীব দর্শক বার বার আসন ছেড়ে দাঁড়িয়ে পড়তে শুরু করেন, আর তাতেই ক্ষুব্ধ হন তিনি।            

কিছু দিন আগেই পুণেতে অনুষ্ঠান করতে গিয়ে কোমরের পেশিতে টান ধরে যায় তাঁর। মাঝপথে গান থামাতে বাধ্য হন। এ বার কলকাতায় এসে মেজাজ হারালেন সোনু। মাপা সময়ে অনুষ্ঠান, এর মধ্যেও থাকে দর্শকদের ফরমায়েশ। দর্শকদের কথা রাখতে হয় গায়ককে। অভিযোগ, এ দিনের অনুষ্ঠানে নাকি মাঝেই মাঝেই আসন ছেড়ে উঠে আসছিলেন দর্শক মহলের একাংশ। কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

তিনি মাইক হাতে ধমক দিয়ে দর্শকদের বলেন, ‘‘এত যখন শখ দাঁড়িয়ে থাকার, যান না, ভোটে দাঁড়ান!” তার পর নিজেই দর্শকদের বসে পড়ার অনুরোধ করেন। তিনি বলেন, “তাড়াতাড়ি বসুন, আমার সময় চলে যাচ্ছে। এর পর এত গান গাইতে হবে।’’ জোর বকুনি দিয়ে বলেন, ‘‘একদম চুপ করে বসবেন।’’ গায়কের এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। যদিও বকাঝকা খাওয়ার পর অবশ্য সোনুর গানের জাদুতে বুঁদ কলকাতাবাসী।

By Banasree Sarkar