বলিউডের ‘প্রেম’ থেকে অ্যাকশন প্যাকড। বলি সিংহাসনের ‘সুলতান’, ছবিতেতো ঝড় তোলেনই, সঙ্গে একঝলক পর্দায় আসলেই, ছবি হিট। শুক্রবার সলমন খান পা দিলেন ৫৯-এ। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে, তিনি এখনও বলিউডের এলিজেবল ব্যাচেলার। প্রতিবারের থেকে এবার আলাদাভাবে বলিউডের ‘ভাইজান’-এর বার্থডে সেলিব্রেশন হল। প্রতিবার সলমনের বাংলো গ্যালাক্সিতেই বার্থডে সেলিব্রেট করা হয়। তবে এবার নিয়ম গেল উলটে। ভাইজানের জন্মদিনের পার্টির সমস্ত দায়িত্ব নিলেন বোন অর্পিতা। আর তা শুরু হল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই। বুলেট প্রুফ গাড়িতে চেপে অর্পিতার বাড়িতে এন্ট্রি নিলেন সলমন। সলমনের পিছন পিছনই গাড়িতে এলেন ইউলিয়া, সোহেল খান, সস্ত্রীক আরবাজ খান সহ আরও অনেকে। সূত্রের খবর, কেক কেটে, ভাইজানের প্রিয় খাবার দিয়েই সাজানো হয়েছিল বার্থডে ডিনার টেবিল। বার্থডে পার্টিতে উপস্থিত ছিলেন রীতেশ দেশমুখ, জেনেলিয়াও।