#ট্রুসাইবারসেফ ক্যাম্পেন শুরু হল

ইন্টারনেট নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও অনলাইন নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য ট্রুকলার (Truecaller) হাত মেলালো সাইবারপিস ফাউন্ডেশনের (CyberPeace Foundation) সঙ্গে। এই দুই সংস্থার যৌথ উদ্যোগে শুরু হবে #ট্রুসাইবারসেফ (#TrueCyberSafe)।

ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ত্ব দিয়ে থাকে ট্রুকলার। অনলাইন হয়রানি থেকে রক্ষা করার ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে প্রথম সারিতে থাকা ট্রুকলার কলার আইডেন্টিফিকেশন সার্ভিসের (caller identification service) মাধ্যমে স্প্যাম, স্ক্যাম বা ফ্রড নাম্বার চিহ্নিত করে তাদের ব্যবহারকারীদের ক্ষমতায়ণ করে থাকে। এর ফলে কল রিসিভ করার ক্ষেত্রে ব্যবহারকারীরা সেই নাম্বারটিকে ব্লক করতে বা তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন। এছাড়া, ‘গার্ডিয়ান্স’ অ্যাপের মাধ্যমে লোকেশন সেফটি নিশ্চিত করা যায়, ফলে সাধারন মানুষ নিরাপদে থাকতে পারেন।

সাইবারপিস ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে ট্রুকলার সাধারন ব্যবহারকারীদের যথাযথ প্রশিক্ষণ দেবে যাতে তারা ‘সেফ ডিজিটাল এক্সপিরিয়েন্স’ পাওয়ার জন্য উপযুক্ত দক্ষতা অর্জন করতে পারেন। অটোবট ইনফোসেক-এর (Autobot Infosec) সঙ্গে যুক্ত হয়ে গড়া সার্টিফিকেশন সাধারন মানুষকে বিভিন্ন ধরণের ফ্রড, ইমপার্সোনেশন, হ্যারাসমেন্ট ও স্ক্যাম প্রতিরোধে সহায়তা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *