প্রখ্যাত ভারতীয় লেখক রাস্কিন বন্ডের সঙ্গে ব্যাঙ্গালোরের রূপা পাইয়ের সাহিত্য বিষয়ক এক মনোজ্ঞ কথোপকথন অনুষ্ঠান হয়ে গেল গুয়াহাটিতে। প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে দ্য রাইট সার্কেল-এর প্রথম গুয়াহাটি এডিশন হিসেবে এই ভার্চুয়াল অধিবেশনটি আয়োজিত হয়েছিল ২৯ মে। এক ঘন্টার এই অনুষ্ঠানে গুয়াহাটির সাহিত্য ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রূপা পাই একজন সাংবাদিক ও শিশু সাহিত্যিক, যাঁর ২০টিরও বেশি প্রকাশিত পুস্তক রয়েছে।
ভারতীয় সমাজ, সংস্কৃতি, কল্যাণ ও মানবিক কর্মকান্ডের সার্বিক উন্নয়ণের কাজে প্রভা খৈতান ফাউন্ডেশন নিয়োজিত। কলকাতা ভিত্তিক এই সংগঠন ভারতের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের বিকাশের জন্য এবং শিশু, মহিলা ও বয়স্ক মানুষদের জন্য কল্যাণমূলক কাজ করে থাকে। দেশের সমমনস্ক ব্যক্তি ও সংগঠনগুলির সহযোগিতা নিয়ে কাজ করে প্রভা খৈতান ফাউন্ডেশন।