প্রপ টাইগারের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে হাউজিং বিক্রি ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৩৮,০৫১ ইউনিট হয়েছে। ২০২০ সালে জানুয়ারি-সেপ্টেম্বরে এই হাউজিং বিক্রির পরিমাণ ছিল ১,২৩,৭২৫ ইউনিট। উল্লেখ্য, এই প্রপ টাইগারের হল দেশের শীর্ষস্থানীয় অনলাইন হাউজিং ব্রোকারেজ ফার্মগুলির মধ্যে অন্যতম।
বলা বাহূল্য যে মহামারি জনিত লকডাউনের কারণে ২০২০ সালে হাউজিং বিক্রির পরিমাণ ৩৪৭,৫৮৬ ইউনিট থেকে প্রায় ৪৭ শতাংশ কমে ১,৮২,৬৩৯ ইউনিটে দাঁড়ায়।
প্রপ টাইগার ডট কম-র বিজনেস হেড রাজন সুদ বলেন, আবাসিক রিয়েল এস্টেট বাজারে গতি আসা সত্ত্বেও আবাসন তথা হাউজিং-এর বিক্রয় এখনও অনেকটাই কম হতে পারে। প্রসঙ্গত, ত্রৈমাসিক বিক্রয় সংখ্যার উপর অনেক কিছুই নির্ভর করে। বাজারের অনুমান অনুযায়ী, ২০২০ সালে একই ত্রৈমাসিকে ৫৮,৯১৪ ইউনিট থেকে ২০২১ সালে অক্টোবর-ডিসেম্বর হাউজিং-এর বিক্রয় দুই-অঙ্কে বৃদ্ধি পেতে পারে।