ফের বিতর্কে ‘আদিপুরুষ’। একের পর এক বিতর্কে জর্জরিত প্রভাস-কৃতি জুটির ছবি। কিছুদিন আগে ছবিটির নতুন পোস্টার প্রকাশের পর নতুন করে শুরু হয় ‘আদিপুরুষ’ ছবির কাজ। সনাতন হিন্দুদের অনুভূতিতে আঘাত করার অভিযোগে বোম্বে আদালতে একটি মামলা দায়ের করা হয়। এবার ছবির এক কলাকুশলীর বিরুদ্ধে চুরির অভিযোগ উঠল।
আরেক শিল্পী প্রতীক সঙ্ঘরের অভিযোগ করেছেন যে ‘আদিপুরুষ’ ধারণার শিল্পী এবং চিত্রকর টিপি বিজয়ন অনুমতি ছাড়াই ছবিটির জন্য তার আঁকাগুলি চুরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট দিয়ে এই অভিযোগ করেন প্রতীক। প্রতীক লিখেছেন, “আমি এই দেশের একজন চিত্রশিল্পী। রামায়ণ আবার তৈরি হলে রামচন্দ্র কেমন হতে পারে তা ভেবে আমি কিছু ছবি আঁকি। এটা প্রায় এক বছর আগের কথা। ‘আদিপুরুষ’ ছবির শিল্পী আমার ড্রয়িং নিয়ে সেখান থেকে কিছু একটা খাড়া করে নিজের সৃষ্টি বলে চলেছেন। আমাকে আগে থেকে জানানো হয়নি, এর জন্য কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি।” প্রতীক আরও অভিযোগ করেন, “তাদের ছবির প্রতি কোন সহানুভূতি নেই। তারা শুধু সস্তায় ছবির প্রচারণা চালাচ্ছেন। তাঁর দাবি, ‘আদিপুরুষ’-এর আঁকা ছবির স্ক্রিনশটও তিনি রেখেছেন। প্রতীকের আশঙ্কা, অভিযোগ প্রকাশ্যে আসার পরই ছবিগুলো সরিয়ে ফেলবেন তারা। এবং এটি প্রমাণ করার চেষ্টা করবেন, যেন কিছুই হয়নি।