‘এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়’, ক্ষোভ রূপমের

বাংলা ব্যান্ডজগতের এক জনপ্রিয় নাম রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস। কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে টানা শো এর মাঝে কল্যানীতে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। তার জেরেই তুমুল সমালোচনার মুখে পড়েন রূপম ইসলাম। এবার মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল রকস্টারকে।বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রূপম ইসলামকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছোয়েছ কল্যানীতে এক ফ্যানকে গালিগালাজ করায় কেউ কেউ তাঁর ভাষা চয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে অধিকাংশ নেটিজেনই ওই ভিডিয়ো দেখে কার্যত ওই ফ্যানের উপরেই বিরক্ত প্রকাশ করেছে।

তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হলেও তিনি  মুখ খুললেন মঞ্চেই।  রাণাঘাটের মঞ্চ থেকে জবাব দিলেন রূপম। রাণাঘাটের শো থেকে হঠাৎই লাইভে দেখা যায় রূপম ইসলাম। ভিডিয়োতে দেখা যায় মঞ্চে রকস্টার বলছেন, ‘আমি আর গান গাইব না। আপনাদের সমাজ খুব শিষ্ট সমাজ, আপনারা এরকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে এভাবে মেলাতে পারব না। আপনারা অন্য কাউকে বেছে নিন। যেকটা অনুষ্ঠান করার আমি করব। তারপর আর গান গাইব না।’

রূপমের কথাতে ভেসে আসছিল তাঁর ক্ষোভের কথা। রূপম দাবি করেন তিনি এই জগতে বেমানান। কারণ তিনি সত্যি কথাটা মুখের উপর বলতে ভালোবাসেন। তবে আর মঞ্চে নয়, এবার বৈঠকখানায় বসেই বলবেন। সংগীতশিল্পী বলেন, ‘আশা করি সেখানে কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। যে কটা অনুষ্ঠান ঘোষণা করা আছে অবশ্যই করব। তারপর আর করব না।’

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *