ব্যবসার প্রতি প্রতিশ্রুতিবদ্ধতার কারণে CII-ITC সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড ২০২২-এ ‘এক্সেলেন্স ইন বায়োডাইভার্সিটি’ বিভাগে পুরস্কৃত হল Toyota টয়োটা কির্লোস্কর মোটর / TKM। এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।
২০০৬ সালে প্রতিষ্ঠিত CII-ITC সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ডস সেই ব্যবসাগুলিকে স্বীকৃতি দেয় এবং পুরস্কৃত করে যারা গ্রাহক ও বাজারের গতিপ্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে ব্যবসায়িক প্ল্যাটফর্মকে মজবুত করে তোলে। উল্লেখ্য, TKM শুধুমাত্র তার প্রোডাক্টের মান উন্নয়নের জন্যই প্রতিশ্রুতিবদ্ধ নয় পরিবেশ সংরক্ষণের ব্যাপারেও ভীষণভাবে সংবেদনশীল। সেই জন্য ২০১৫ সালে বিশ্ব পরিবেশ চ্যালেঞ্জের অংশ হিসেবে ইকো প্রজেক্ট শুরু করে টয়োটা। যার মূল লক্ষ হল ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা’ এবং ২০৩৫ সালের মধ্যে ‘নিউফ্যাকচারিং অপারেশনে নেট জিরো কার্বন’ অর্জন করা।
TKM-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাজু বি. কেতকালে বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত৷ এই পুরস্কার আমাদের নিরলস প্রচেষ্টার প্রমাণ হিসাবে কাজ করে৷