বুকিং আরম্ভ হল টয়োটা কির্লোস্কর মোটরের (টিকেএম) আইকনিক লাইফস্টাইল ইউটিলিটি ভেহিকেল হিলাক্স-এর। হাইলাক্সের জন্য অতিরিক্ত চাহিদা থাকায় তার সরবরাহে প্রভাব পড়তে থাকে, ফলে কিছুদিন বুকিং বন্ধ রাখতে হয়েছিল। এখন ডিলার আউটলেটে এবং অনলাইনে বুকিং শুরু হল। উল্লেখ্য, বিশ্বের ১৮০টিরও বেশি দেশে হাইলাক্সের বিক্রয় ২০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।
হিলাক্স-এর এত সমাদরের পেছনে তার ‘ইনোভেটিভ মাল্টি-পারপাস ভেহিকেল’ প্লাটফর্মের ভূমিকার কথা উঠে আসে। এই একই প্লাটফর্ম ব্যবহার করা হয় ফরচুনার-এর ক্ষেত্রেও। ২০২২ সালের গোড়ার দিকে লঞ্চের পর থেকে হিলাক্স তার ‘গ্রেট স্টাইলিং’ ও ‘ড্রাইভিং কমফর্ট’-এর জন্য গ্রাহকমহলে সমাদর পেয়ে চলেছে।
হিলাক্স-এর সব ভেরিয়েন্টই ৪X৪ ড্রাইভ ক্যাপাবিলিটি-যুক্ত ও ফার্স্ট-ইন-সেগমেন্ট ফিচার্স সমৃদ্ধ। ২.৮এল ফোর-সিলিন্ডার টার্বো-ডিজেল ইঞ্জিনযুক্ত হিলাক্স পাওয়া যায় ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন ও ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন অপশন্সে।গ্রেড অনুসারে হিলাক্স-এর এক্স-শোরুম মূল্য এরকম: (১) ৪X৪ এমটি স্ট্যান্ডার্ড – ৩৩৯৯০০০ টাকা, (২) ৪X৪ এমটি হাই – ৩৫৮০০০০ টাকা, (৩) ৪X৪ এটি হাই – ৩৬৮০০০০ টাকা। অনলাইনে (www.toyotabharat.com) বা নিকটবর্তী টয়োটা ডিলারশিপ থেকে হিলাক্স বুক করতে পারবেন আগ্রহী ক্রেতারা।