টয়োটা গ্রুপ অফ কোম্পানিজ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি রূপায়ণে অবদান রাখার লক্ষ্যে ও কার্বন নির্গমণ হ্রাস করতে কর্ণাটক সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর করল। ভারতে টয়োটা কির্লোস্কর মোটরের উপস্থিতির ২৫ বছর পূর্তির সঙ্গে এই মউ স্বাক্ষর তাৎপর্যপূর্ণ। এই পদক্ষেপের ফলে শুধু ‘লোকাল ম্যানুফ্যাকচারিং ইকো-সিস্টেম’ বৃদ্ধি পাবে তা নয়, এর দ্বারা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে ও স্থানীয় সামাজিক উন্নয়ন সম্ভব হবে।
বিনিয়োগের মোট ৪৮০০ কোটি টাকার মধ্যে মউ অনুসারে ৪১০০ কোটি টাকা বিনিয়োগ করবে টয়োটা। উল্লেখ্য, টয়োটা গ্রুপ অফ কোম্পানিজে রয়েছে টয়োটা কির্লোস্কর মোটর ও টয়োটা কির্লোস্কর অটো পার্টস। স্বাক্ষরিত মউ বিনিময় হয় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বম্মাই ও টয়োটা কির্লোস্কর মোটরের ভাইস-চেয়ারম্যান বিক্রম এস কির্লোস্করের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের মধ্যে ছিলেন কর্ণাটকের বৃহৎ ও মাঝারি শিল্প মন্ত্রী ড. মুরুগেশ আর নিরানি, কর্ণাটকের মুখ্যসচিব রবি কুমার ও আরও অনেকে।
টয়োটার এই বিনিয়োগের লক্ষ্য হল ‘গ্রিনার টেকনোলজি’ তুলে ধরা, প্রাকৃতিক জ্বালানির ওপর নির্ভরতা কমানো ও কার্বন নির্গমণ হ্রাস করা। টয়োটার উদ্দেশ্য হল ২০৫০ সালের মধ্যে সার্বিক উপায়ে ‘কার্বন এমিশন’ হ্রাস করার জন্য কাজ চালিয়ে যাওয়া। মউ অনুসারে টয়োটা গ্রুপ অফ কোম্পানিজ ভারতকে একটি আত্মনির্ভর ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার উদ্দেশ্য নিয়ে ধারাবাহিকভাবে বিনিয়োগ করবে, আর সেইসঙ্গে সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ নীতি কার্যকর করার ব্যাপারে যথোপযুক্ত অবদান রাখবে।