ট্রুফ্লো ইন্ডিয়ান প্লাম্বিং স্কিলস কাউন্সিল (আইপিএসসি)-এর সাথে অংশীদারিত্ব করেছে





ইন্ডিয়ান স্কিলস কম্পিটিশন ২০২১-এর জন্য ইন্ডিয়ান প্লাম্বিং স্কিলস কাউন্সিল ( আইপিএসসি)-এর সাথে পার্টনারশীপ করল হিন্দওয়্যার ট্রুফ্লো। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি), দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের নোডাল এজেন্সি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের (এমএসডিই) এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন দিনের এই প্রতিযোগিতায় ২৬টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৫০০-র ও বেশি প্রতিযোগী অংশ গ্রহণ করেন। বিজয়ীদের সংবর্ধনা দেন এমএসডিই-র সচিব রাজেশ আগরওয়াল। উল্লেখ্য, এই প্রতিযোগীতার বিজয়ী এবং রানার-আপদের মধ্যে একজন চলতি বছরের অক্টোবরে চিনের সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কীল কম্পিটিশন প্লাম্বিং এবং হিটিং ট্রেডের জন্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে।

ইন্ডিয়ান স্কিলস কম্পিটিশনে ২৯ জন বিজয়ী প্রতিযোগির মধ্যে ৯ জন চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছেন। তাঁরা বুট ক্যাম্প এবং প্রকল্প-ভিত্তিক প্রশিক্ষণ, শিল্প প্রশিক্ষণ এবং কর্পোরেট প্রশিক্ষণের মতো প্রোগ্রামগুলির মাধ্যমে বহু-স্তরের প্রশিক্ষণ পাবেন। এছাড়াও ট্রুফ্লো, তেলেঙ্গানায় তাদের অত্যাধুনিক কারখানায় প্লাম্বারদের নতুন পণ্য এবং সর্বোত্তম ইনস্টলেশনের ব্যাপারে প্রশিক্ষণ দেবে। 

ইন্ডিয়ান প্লাম্বিং স্কিলস কাউন্সিল (আইপিএসসি) এর চেয়ারম্যান ডঃ আর কে সোমানি বলেন, হিন্দওয়্যার ট্রুফ্লো, প্লাম্বরদের দক্ষ ও উন্নত প্রশিক্ষণ প্রদানে বিশেষ ভূমিকা পালন করছে। আমরা হিন্দওয়্যারের পার্টনার হতে পেরে খুবই খুশি।
By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *