টিভিসি পলিক্যাব গ্রিন ওয়্যারের ট্যাগ লাইন – “অতিরিক্ত নিরাপদ তার মানে অতিরিক্ত নিরাপদ স্বপ্ন”

ভারতের নেতৃস্থানীয় বৈদ্যুতিক প্রোডাক্ট সংস্থা পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড (পিআইএল) গ্রাহকদের নিরাপত্তা সুনিশ্চত করতে বাজারে এনেছে গ্রীন ওয়্যার।  পলিক্যাবের এই গ্রীন ওয়্যার গুলি একদিকে যেমন  অপ্রত্যাশিত লোড নিতে সক্ষম তেমনি অপরদিকে অন্যান্য সাধারণ ওয়্যারের তুলনায় গ্রাহকদের অনেকবেশি নিরাপত্তা প্রদানে সক্ষম। তাই এই গ্রীন ওয়্যার সম্পর্কে গ্রাহকদের মধ্যে ক্যাম্পেন শুরু করেছে পলিক্যাব। যার ট্যাগ লাইন হল   “অতিরিক্ত নিরাপদ তার মানে অতিরিক্ত নিরাপদ স্বপ্ন”।

পলিক্যাবের এই নতুন গ্রীন ওয়্যার ক্যাম্পেনটি একজন উচ্চাকাঙ্ক্ষী ব্যাডমিন্টন খেলোয়াড়ের ওপর চিত্রায়িত হয়েছে।  যিনি তার বাবাকে জানান রাতে স্টেডিয়ামে পর্যাপ্ত জায়গা নাথাকায় তার প্র্যাকটিস করতে অসুবিধা হয়। তাঁর বাবা পলিক্যাব গ্রীন ওয়্যার ব্যবহার করে স্টেডিয়ামের পেছনে  রাতে প্র্যাকটিসের  ব্যবস্থা করে দেন। যা দেখে মেয়ে এতটাই খুশি যে বাবাকে সে ঠিক কিভাবে ধন্যবাদ জানাবে তা বুঝতে পারেনা। 

পলিক্যাব ইন্ডিয়া লিমিটেডর প্রেসিডেন্ট, এবং চিফ মার্কেটিং অফিসার নীলেশ মালানি বলেন,  পলিক্যাব গ্রীন ওয়্যারে ৫-ইন-১ গ্রীনশিল্ড  প্রযুক্তি থাকায় একদিকে যেমন অগ্নিসংযোগের ক্ষেত্রে দীর্ঘক্ষণ নিরাপত্তা প্রদান করে তেমনি অপরদিকে পরিবেশ বান্ধব ও শক সেফটি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *