সিনেমা হল এমন একটি মাধ্যম যার প্রভাব জনজীবনে অপরিসীম। সিনেমার ভালো মন্দ সবধরনের প্রভাবই দেখা যায় সমাজে। সেরকমই একটি উদাহরণ দেখা গেল অভিষেক বচ্চনের ‘দশভি’ ছবির ক্ষেত্রে। প্রায় দুমাস আগে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চনের ছবি ‘দশভি’। ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক, যে জেল থেকে বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হন। আগ্রা সেন্ট্রাল জেলের বন্দিরা সেই ছবি দেখেই অনুপ্রাণিত।
পর্দার অভিষেককে দেখেই বোর্ডের পরীক্ষায় বসার আগ্রহ দেখায় জেলের কয়েকজন কয়েদি। ৯ জন দশম শ্রেণীর পরীক্ষা ও ৩ জন দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেন। রেজাল্ট প্রকাশ্যে আসায় জানা যায় যে ১২ জনই ভালো নম্বর পেয়ে পাস করেছেন। অভিষেক বচ্চন এই খবর পেয়ে আপ্লুত। অভিনেতা জানান যে, তাঁর ছবি এভাবে প্রভাব ফেলতে পারে তা কখনও ভাবেননি। যেকোন অ্যাওয়ার্ডের থেকেও এটা বড় প্রাপ্তি। তাঁর ছবি দেখে অনুপ্রানিত হয়ে কোনও মানুষের জীবন বদলাচ্ছে এটা দেখেই তিনি খুবই খুশি।
প্রসঙ্গত আগ্রা সেন্ট্রাল জেলেইি ‘দশভি’র শুটিং হয়েছিল। জেলে বসে সেই সিনেমা দেখেই উদ্বুদ্ধ হয়েছে কয়েদিরা। তারপরই বোর্ডের পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন ঐ ১২ জন কয়েদি।