উত্তরপূর্বাঞ্চলে উবের প্রসারিত হচ্ছে

ইম্ফল ও ইটানগরে উবের মোটো লঞ্চ করার মধ্য দিয়ে উবের দেশের উত্তরপূর্বাঞ্চলে তাদের উপস্থিতির প্রসারণ ঘটালো এবং এই লঞ্চের ফলে ভারতের উত্তরপূর্বের সাতটি রাজ্যে উবের হয়ে দাঁড়াল একমাত্র রাইডশেয়ারিং কোম্পানি। উত্তরপূর্বাঞ্চলে উবেরের সম্প্রসারণের ফলে যাত্রীদের জন্য ডোরস্টেপ পিক-আপ, সেফ ও কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা প্রদান করা সম্ভবপর হবে।

 অগ্রণী রাইডশেয়ারিং প্লাটফর্ম উবের ইতিমধ্যেই ‘উবের মোটো’ নিয়ে উপস্থিত রয়েছে আইজল ও শিলঙে, গুয়াহাটিতে রয়েছে ‘উবের গো’ ও ‘উবের মোটো’ নিয়ে এবং ডিমাপুর ও আগরতলায় রয়েছে ‘উবের অটো’ নিয়ে।

 উবেরের উদ্দেশ্য হল দেশের শহরগুলিতে কনভেনিয়েন্ট, অ্যাফোর্ডেবল ও সেফ মোবিলিটি সলিউশন প্রদান করা, যাতে সহজেই উবের অ্যাপ ব্যবহারের দ্বারা গ্রাহকরা রাইডের সুবিধা নিতে পারেন।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *