আইআইটি-জেইই: আনঅ্যাকাডেমির ছাত্রের কৃতিত্ত্ব

আইআইটি-জেইই মেইনস পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছে নদীয়া জেলার শান্তিপুরের ব্রতীন মন্ডল (১৮)। আনঅ্যাকাডেমির ছাত্র ব্রতীনের অল ইন্ডিয়া র‍্যাংক – ১৮।

আইআইটি-জেইই পরীক্ষায় প্রথমবারের চেষ্টাতেই সফল হল ব্রতীন। একাদশ শ্রেনিতে পড়ার সময় থেকে প্রস্তুত হতে শুরু করেছিল সে। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র ব্রতীন মাঝারি মানের ছাত্র হলেও তার ইচ্ছে ছিল পরবর্তী জীবনে সে বিজ্ঞান নিয়ে অগ্রসর হবে, আর সেজন্য দেশের কোনও নামী টেকনোলজি ইনস্টিটিউটে পড়াশোনা করবে। এখন ব্রতীন আইআইটি-জেইই অ্যাডভান্সড এগজামের দিকে নজর দিচ্ছে যাতে স্বপ্নপূরণের জন্য কোনও আইআইটি’তে পড়ার সুযোগ পেতে পারে। আইআইটি-জেইই মেইনস পরীক্ষায় সাফল্যের জন্য অনলাইন লার্নিং প্লাটফর্ম আনঅ্যাকাডেমির প্রতি কৃতজ্ঞ ব্রতীন জানিয়েছে, আনঅ্যাকাডেমির এডুকেটর, কম্প্রিহেন্সিভ কোর্স ও টেস্ট সিরিজের জন্যই সে পরীক্ষায় উল্লেখযোগ্য স্থান অধিকার করতে পেরেছে।  

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *