শিক্ষোদয়ের মাধ্যমে পাঁচ লাখ মেধাবীকে শিক্ষাপ্রদান

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে আনঅ্যাকাডেমির পক্ষ থেকে লঞ্চ হল ন্যাশনাল মেগা ফ্ল্যাগশিপ শিক্ষোদয়। দেশ ও জাতিকে ‘আত্মনির্ভর’ করে তুলতে আনঅ্যাকাডেমির এই ফ্ল্যাগশিপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই শিক্ষোদয় কর্মসূচীর মাধ্যমে আনঅ্যাকাডেমির লক্ষ্য হল দেশব্যাপী স্কুল ড্রপআউট সহ স্কুল ও কলেজে শিক্ষারত পাঁচ লাখ মেধাবী ছাত্রীকে শিক্ষিত করে তোলা। শুধু তাই নয় এই উদ্যোগটি ২০ লক্ষ মানুষের জীবন বদলে দেবে। কারণ একজন কর্মরত মহিলা, ৪-৫ সদস্যের একটি পরিবারের অর্থনৈতিক অবস্থা বদলে দিতে পারে।  

 উল্লেখ্য, আনঅ্যাকাডেমি তার শিক্ষোদয় নামক কর্মসূচীতে ‘বেটি সঙ্গ বুলান্দি কি ঔর’ তথ্যচিত্রের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে মানসম্পন্ন শিক্ষার মধ্য দিয়ে মেয়েদের কী ভাবে শিক্ষা প্রদান করা হবে তা দেখিয়েছে। বলাবহু্ল্য, শিক্ষোদয় কর্মসূচী লঞ্চ উপলক্ষে দিল্লীতে এই তথ্যচিত্রটি প্রদর্শিত হয়।  আনঅ্যাকাডেমির সিইও অমিতাভ কান্ত বলেন, আনঅ্যাকাডেমি লক্ষ্য হল ভারতের প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন শিক্ষা প্রসারের উদ্দেশ্য প্রযুক্তির  ব্যবহার।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *