‘ওন ইয়োর ফিউচার’ ক্যাম্পেন শুরু করল আপস্টক্স

ভারতের বৃহত্তম ইনভেস্টমেন্ট প্লাটফর্ম ‘আপস্টক্স’ তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ ক্যাম্পেন ‘ওন ইয়োর ফিউচার’ শুরু করল। এই ক্যাম্পেনের উদ্দেশ্য হল, তরুণ বিনিয়োগকারীদের ইকুইটি মার্কেটে যোগ দিতে, বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করতে ও সময়ের সঙ্গে বৃদ্ধিশীল সম্পদ সংগ্রহ করতে উৎসাহ প্রদান করা এবং তাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের ক্ষমতা আত্মস্থ করতে সাহায্য করা।

এই ক্যাম্পেনে রয়েছে একটি ভিডিয়োর সিরিজ যেগুলিতে বিশদে জানানো হয়েছে কিভাবে সঠিক কোম্পানি নির্বাচন করে সেগুলির শেয়ারহোল্ডার হতে হবে এবং ভাল ফেরৎলাভ পেতে হবে। প্রথম দুইটি ভিডিয়ো রিলিজ হয়েছে টাটা আইপিএল ২০২২ লঞ্চের সময়ে। এই মাল্টিমিডিয়া মার্কেটিং ক্যাম্পেনের কমার্সিয়াল চলবে টেলিভিশন, ডিজিটাল ও সোস্যাল মিডিয়া প্লাটফর্মে।

আপস্টক্স-এর কো-ফাউন্ডার কবিতা সুব্রহ্মনিয়ান বলেন, ‘ওন ইয়োর ফিউচার’ ক্যাম্পেন আরও বেশিসংখ্যক ভারতীয়দের ইকুইটি মার্কেটে যোগ দিতে ও আপস্টক্সের মাধ্যমে তাদের সঠিক ‘ইনভেস্টমেন্ট চয়েস’ স্থির করতে উৎসাহিত করবে। আইপিএল যেভাবে ক্রিকেটের নতুন সংজ্ঞা তৈরি করেছে, তেমনই আপস্টক্স গ্রাহকদের জন্য ইনভেস্টমেন্টের নতুন সংজ্ঞা তৈরি করবে। উল্লেখ্য, ২০০৮ সালে ক্রিকেট লিগ শুরু হওয়ার সময় থেকে প্রথম ব্রোকিং সংস্থা হিসেবে আপস্টক্স আইপিএল-এর সঙ্গে যুক্ত হয়েছিল। বর্তমানে এই কোম্পানির গ্রাহকের সংখ্যা ৯ মিলিয়নেরও বেশি।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *