উত্তরপ্রদেশ সারা বিশ্বের বিনিয়োগকারীদের স্বাগত জানায়

উত্তরপ্রদেশকে ভারতের উন্নয়নের ইঞ্জিন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আনুষ্ঠানিকভাবে “উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টর সামিট-২০২৩” এর সংগঠন ঘোষণ করলেন। মঙ্গলবার নয়াদিল্লির সুষমা স্বরাজ প্রবাসী ভারতীয় ভবনে জাতীয় ও আন্তর্জাতিক শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পের প্রতিনিধিদের সম্মানিত উপস্থিতিতে আয়োজিত একটি বড় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সারা বিশ্বের শিল্প বিনিয়োগকারীদের উত্তর প্রদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান।

 তিনি বলেন, বিশিষ্ট ইউপি হল শ্রম ও গ্রাহকদের সবচেয়ে বড় বাজার। যা রাজ্যে  শিল্প বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করে।শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে তথ্য প্রদান করে মুখ্যমন্ত্রী বলেন যে এ পর্যন্ত প্রায় ২১টি দেশ জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের উৎসাহ প্রকাশ করেছে। নেদারল্যান্ডস, ডেনমার্ক, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং মরিশাস গ্লোবাল ইনভেস্টর সামিটে অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করবে।

গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩এ সারা  বিশ্ব থেকে শিল্প বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাতে ১৮টি দেশ  এবং ভারতের ৭টি প্রধান শহরে রোডশোর আয়োজন করা হবে। ‘বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্য’-এর জন্য, মুখ্যমন্ত্রী ‘অনলাইন ইনসেনটিভ ম্যানেজমেন্ট পোর্টাল’ এবং ‘কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট পোর্টাল (নিবেশ সারথি)’ পোর্টাল চালু করেছেন। সেই সাথে মুখ্যমন্ত্রী  জিআইএস ২৩-এর লোগো উন্মোচন করেন।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *