ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত বরুণ ধাওয়ান

ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সেই কথা নিজেই জানান সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে। এই জটিল ও বিরল রোগে আক্রান্ত হওয়ার ফলে কাজ থেকে সাময়িক বিরতিও নিয়েছেন এই তারকা।

‘যুগ যুগ জিও’র প্রচারের সময়ই শরীর খারাপ হয়েছিল বরুণের। তাঁর কথায়, ছবির প্রচারে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে দিনরাত এক হয়ে গিয়েছিল। বরুণ জানান, করোনা পরবর্তীকালে সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত। আর সেই দৌড়ের জন্যই শরীর খারাপ হচ্ছে। বিশেষ করে মানসিক দিক থেকে প্রায় সকলেই কোনও না কোনওভাবে বিপর্যস্ত।

ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হলে কেন্দ্রীয় ভেস্টিবুলার সিস্টেমের কার্যকারিতা আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ভেস্টিবুলার হাইপোফাংশন আঘাতজনিত, সংক্রমণজনিত, জেনেটিক এবং স্নায়ুজনিত কারণে হতে পারে।

বরুণকে দেখা যাবে ‘ভেড়িয়া’ ছবিতে। এই হরর কমেডি পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর কৌশিক। বরুণ ছাড়াও এই ছবিতে থাকছেন কৃতি শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আগামী ২৫শে নভেম্বর মুক্তি পাবে ‘ভেড়িয়া’।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *