ভি গ্রাহকদের ভ্যাক্সিন স্লট প্রাপ্তির ব্যবস্থা

কোভিড-১৯ অতিমারিজনিত পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ রুখতে ভ্যাক্সিন গ্রহণ করার গুরুত্ত্ব অপরিসীম। এইকারণে, ভ্যাক্সিন গ্রহণের প্রক্রিয়াটিকে সহজ করার জন্য ভি (Vi) তাদের গ্রাহকদের স্বার্থে ভি অ্যাপের সঙ্গে কোউইন অ্যাপের সংযোগ সৃষ্টি করেছে। এরফলে ভ্যাক্সিন স্লট খুঁজে পাওয়া খুবই সহজ হবে। ভি গ্রাহকরা ভি অ্যাপের মাধ্যমে ভ্যাক্সিনের স্লট খুঁজতে ও নোটিফিকেশন অ্যালার্ট নির্দিষ্ট করে দিতে পারবেন। ভি গ্রাহকদের এখন থেকে আর তাদের ফোন ছাড়া অন্য কোথাও কোভিড-১৯ ভ্যাক্সিনেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য যেতে হবে না। এই পরিষেবার সুবিধা নিতে পারবেন ভি প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা। ভি অ্যাপে নথিভুক্ত গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে তাদের এলাকার কোথায় ও কখন ভ্যাক্সিন স্লট পাওয়া যাবে। ভি গ্রাহকরা ভি অ্যাপের মাধ্যমে তাদের বয়সের গ্রুপ, ভ্যাক্সিনের নাম (কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি), ডোজ, পেইড/ফ্রী ইত্যাদি তথ্য জানিয়ে নিকটবর্তী স্থানে প্রাপ্তব্য স্লটের সন্ধান পেতে পারবেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *