ভি বিজনেস প্লাস গ্রাহকদের জন্য বিশেষ অফার

ভি বিজনেস (ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা) এসএমই ও স্টার্ট-আপদের জন্য কোলাবোরেশন সলিউশন প্রদানের লক্ষ্যে গুগল ক্লাউড ইন্ডিয়ার সঙ্গে এক পার্টনারশিপে আবদ্ধ হল। এখন বিজনেস অবজেক্টিভ ও এমপ্লয়ি ফ্লেক্সিবিলিটির মধ্যে সমতা রক্ষার জন্য গুগল ওয়ার্কস্পেস কোনও বাড়তি ব্যয় ছাড়াই ভি বিজনেস প্লাস গ্রাহকদের বিভিন্ন প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন দিয়ে সাহায্য করবে।

রিয়াল-টাইম কোলাবোরেশন ও কমিউনিকেশন, এডিটিং, প্রিভেন্টিং ডেটা লস, ডেটা সিকিউরিটি, ফাইল শেয়ারিং, জিমেইল মেসেজ ডিজিটালি সাইন ও এনক্রিপ্ট করা ইত্যাদি। স্বাধীনভাবে যেকোনও স্থান থেকে কাজ করার জন্য এন্টারপ্রাইজ ও ওয়ার্কিং প্রফেশনালদের ফ্লেক্সিবিলিটি ও ফ্রীডম প্রদানের মধ্য দিয়ে ভি বিজনেস প্লাস প্ল্যান তাদের এমন সুবিধা দেবে যাতে তারা বিজনেস প্রোডাক্টিভিটি ও এমপ্লয়ি ওয়েলবিয়িং-এর মধ্যে যথাযথ সমতা রক্ষা করতে পারেন।

ভি বিজনেস ও গুগল ক্লাউড ইন্ডিয়ার এই পার্টনারশিপ স্মল বিজনেসেস ও তাদের কর্মীদের মধ্যে কার্যকর ও নিরাপদ পন্থায় ফ্লেক্সিবিলিটি ও কানেক্টিভিটি গড়ে তুলবে। ৩৯৯ টাকা থেকে শুরু মাসিক ব্যয়ে ভি বিজনেস প্লাস গ্রাহকরা তাদের প্ল্যান মিক্স ও ম্যাচ করার মাধ্যমে বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। এগুলির মধ্যে থাকবে গুগল মীট, জিমেইল, ড্রাইভ, শীটস, স্লাইডস, ডকস ও ক্যালেন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *