শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাই শিশু দিবস উপলক্ষে ভি ফাউন্ডেশনের সিএসআর শাখার উদ্যোগে প্রকাশিত হল অনুপ্রেরণামূলক গল্প ‘ভির কি কাহানিয়ার’ দ্বিতীয় সংস্করণ। এই বইটি ভি ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক প্রভাব কর্মসূচি থেকে শিশুদের বাস্তব জীবনের গল্পের সংকলন।
এছাড়াও ‘চলো মেরি স্টোরি পড়ে’ নামক আরও একটি গল্প সংকলনেরও উন্মোচন করে ভি ফাউন্ডেশন। বই প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন, ভিআই ফাউন্ডেশনের প্রধান ড. নিলয় রঞ্জন সহ আরও অনেকে। বই প্রকাশ ছাড়াও এদিন শিশু দিবস উপলক্ষে একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং পাঠ্যক্রম বহির্ভূত সাফল্যের জন্য একটি বিশেষ ইভেন্টে ইয়ং অ্যাচিভার্সদের সংবর্ধনা জানানো হয়।
ভারতের সুপারহিরো ‘শক্তিমান’ তথা অভিনেতা মুকেশ খান্না তাদের সংবর্ধিত করেন। ভিআই ফাউন্ডেশনের ডিরেক্টর পি বালাজি বলেন, আমাদের লক্ষ্য হল জাতি গঠনে শিশুদের উন্নত ভবিষ্যত তৈরি করতে আমাদের প্রোগ্রামগুলির প্রসারিত করা।