বিভিন্ন সংস্থা ও সাধারন মানুষ এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’, ‘লার্ন ফ্রম হোম’ ও ‘এন্টারটেনমেন্ট ফ্রম হোম’ ইত্যাদিতে অভ্যস্থ। ‘নিউ নর্মাল’ পরিস্থিতি ও লকডাউনের ফলে ইন্টারনেটের ব্যবহারে অনেক পরিবর্তন ঘটেছে। এই পরিস্থিতির কথা চিন্তা করে ভিআইএল-এর এন্টারপ্রাইজ শাখা ‘ভি বিজনেস’ তাদের কর্পোরেট গ্রাহকদের জন্য ‘বিজনেস প্লাস’ নামে পোস্টপেইড প্লানের এক নতুন রেঞ্জ ঘোষণা করেছে। কর্পোরেট গ্রাহকদের কাজের ক্ষেত্রে ভি বিজনেস প্লাস প্ল্যান অনেক সুবিধা প্রদান করবে। বিলিং সাইকেল অনুসারে নতুন বিজনেস প্লাস প্ল্যানে উন্নীত করে নেওয়া হবে বর্তমান ভি বিজনেস কর্পোরেট গ্রাহকদের।