সাফল্য ব্যর্থতার ভারসাম্যই ভিকি কৌশলের টিকে থাকার বুনিয়াদ। আগামী ১-ই ডিসেম্বর দেশ জূড়ে মুক্তি পেতে চলেছে মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘শ্যাম বাহাদুর।’ শ্যাম মানেকশরের জীবনী নিয়ে তৈরি এই সিনেমাটি। এই ছবির প্রচারে এসে ভিকি বলেন ‘আমি কখনও সাফল্য বা ব্যর্থতাকে গুরুত্বপূর্ণ মনে করি না। কারণ এই দুটোই হল ক্ষণস্থায়ী। সব সময় আমি নিজেকে খুশি রাখার চেষ্টা করি।’
এছাড়াও ভিকি জানান ‘সেনাবাহিনীর পোশাক পরতে পারাটা আমার কাছে ভীষণ সম্মানের ও গর্বের এবং তিনি আরও বলেন যে ‘সৈনিকের পোশাক পড়তে পারাটাই তো জাতীয় পুরস্কারের চেয়ে আরও বড় পুরস্কার।’ এই ছবির প্রস্তুতি ছিল তিন মাসের এবং এই ছবির শুটিংএ কলকাতায় এসে তিনি চুটিয়ে উপভোগ করেছেন শহরটিকে।
তবে এখানে শুটিংএ এসে প্রাণ ভরে খেয়েছিলেন তিনি মিষ্টি দইও খেয়েছিলেন। এছাড়াও তিনি জানান যে ‘ম্যানেকশ স্যার ইস্টার্ন কমান্ডের চিফ ফিল্ড মাস্টার হিসেবে তিনি দীর্ঘদিন কলকাতায় কাটিয়েছিলেন। আর কলকাতার ওপর তাঁর আলাদাই একটা টান আছে।