প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়

২০১৪ সালে খাগড়াগড়-কাণ্ড ঘিরে ‘রক্তবীজ’-এর গল্প বুনেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ। ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে আদলে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।সময়ের সঙ্গে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। গল্পে ভিক্টরের চরিত্রের নাম অনিমেষ। অনিমেষের দিদিকে দেখা যাবে হুইলচেয়ারে বসে। বাস্তবে প্রণব মুখোপাধ্যায়ের দিদির সঙ্গে সে দিকে থেকে কোনও মিল নেই। তবে বাস্তবে ভাই-বোনের গল্প সিনেমাতেও অব্যহত।

খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে গল্প ফাঁদার ভাবনা দু’জনের বহু দিনের। লকডাউনের পর নতুন কিছু করার তাগিদ তৈরি হয়। তাই ‘গ্র্যান্ড স্কেলে’ একটা ছবি তৈরির ইচ্ছেটা জাগে নন্দিতা-শিবপ্রসাদের মনে। তাঁদের ছবি মূলত পারিবারিক-ড্রামা। গল্পের প্রেক্ষাপট বেশির ভাগ সময় থাকে চার দেওয়ালের মধ্যেই । কিন্তু এ বার তাঁরা বসার ঘরের বাইরে বেরোনোর কথা ভেবেছেন।বহু আউটডোর শুটিং হয়েছে ।প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে তাঁদের ছবিতে। সন্ত্রাসবাদ, থ্রিলার, রহস্য— সবই রয়েছে এই গল্পে।

 শিবপ্রসাদেএর মতে ‘‘এটা সম্পূর্ণ একটা বাঙালি গল্প। দুর্গাপুজো আছে, বাঙালি রাষ্ট্রনায়কের গল্প আছে, তাঁর ঘরে ফেরার গল্প আছে, ভাই-বোনের গল্প আছে। কিন্তু ছবিটা দেখলেই বোঝা যাবে, এটা আমাদেরই ছবি। আমাদের সিগনেচার রয়েছে। রাষ্ট্রনায়কের ব্যক্তিগত জীবনের গল্পই আমাদের ইন্টারেস্টিং লেগেছিল।’’ প্রাক্তন রাষ্ট্রপতির গল্প দেখানো হচ্ছে ছবিতে। গল্পের বড় অংশ জু়ড়ে রয়েছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *