কর্মজীবনে সাফল্যের জন্য দরকার মনের মতো কাজ ও প্রয়োজনীয় দক্ষতা। ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ‘ভি’ দেশের যুবসমাজের স্বার্থে একগুচ্ছ অফার নিয়ে এসেছে। এর উদ্দেশ্য তাদের কর্মসংস্থানে সাহায্য করা, কর্মযোগ্যতা বৃদ্ধি করা ও সরকারি চাকরির জন্য প্রস্তুত হতে সহায়তা করা।
গ্রাহকদের আশা পূরণ করার দিকে নজর রেখে ‘ভি জবস অ্যান্ড এডুকেশন’ ভারতের বৃহত্তম কর্মসন্ধানের প্লাটফর্ম ‘আপনা’, অগ্রণী ইংরেজি শিক্ষার প্লাটফর্ম ‘এনগুরু’ ও সরকারি চাকরির জন্য প্রস্তুতির প্লাটফর্ম ‘পরীক্ষা’র সঙ্গে যুক্ত হয়েছে।
ভি অ্যাপের ‘ভি জবস অ্যান্ড এডুকেশন’ হল যুবসমাজের জন্য চাকরি সন্ধান করা, স্পোকেন ইংলিশে দক্ষতা বৃদ্ধি করা ও সরকারি চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য এক ‘ওয়ান স্টপ সলিউশন’ যা তাদের কর্মজীবনের স্বপ্নকে সফল করবে। এপ্রসঙ্গে ভোডাফোন আইডিয়া লিমিটেডের সিএমও অবনীশ খোসলা বলেন, আপনা, এনগুরু ও পরীক্ষার সঙ্গে ‘ভি জবস অ্যান্ড এডুকেশন’-এর পার্টনারশিপ ভি গ্রাহকদের কর্মজীবনের আশা পূরণে সহায়ক হবে।