৫জি ট্রায়াল চলাকালীন পুণেতে এক প্রযুক্তিগত মাইলস্টোন স্পর্শ করেছে ভোডাফোন আইডিয়া (ভি) ও এরিকসন।
ভি’র পিক ডাউনলোড স্পিড ৫.৯২জিবিপিএস হতে দেখা গেছে ওই ট্রায়ালের সময়ে। ভি’র এই নতুন স্পিড রেকর্ড পাওয়া সম্ভব হয়েছে একটি সিঙ্গল টেস্ট ডিভাইসে, যেখানে মিড-ব্যান্ড ও হাই-ব্যান্ড ট্রায়াল স্পেক্ট্রামের কম্বিনেশনে ব্যবহার করা হয়েছে ‘এরিকসন ম্যাসিভ এমআইএমও রেডিয়ো’, ‘এরিকসন ক্লাউড নেটিভ ডুয়াল মোড ৫জি কোর ফর স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচার’ ও ‘নিউ রেডিয়ো-ডুয়াল কানেক্টিভিটি’ (এনআর-ডিসি) সফটওয়্যার।
প্রসঙ্গত, এর আগে, পুনেতে ৫জি ট্রায়াল ও ‘ইউজ কেস’ প্রদর্শন চলাকালীন ভি ৪জিবিপিএসএরও বেশি স্পিড অর্জনে সক্ষমতা দেখাতে পেরেছিল। এবার ট্রায়ালের জন্য সরকার প্রদত্ত ৫জি স্পেক্ট্রাম ব্যবহারের মাধ্যমে নতুন স্পিড রেকর্ড (৫.৯২জিবিপিএস) পাওয়া সম্ভব হয়েছে।