‘মেঘের আবাস’ বলে পরিচিত ভিভান্তা

ভারতের বৃহত্তম হসপিটালিটি সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (আইএইচসিএল) মেঘালয়ের রাজধানী শিলং-এ হোটেল ভিভান্তা খুলেছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হোটেল ভিভান্তা শিলং পাহাড়ের সৌন্দর্যকে আরও যেন প্রাণবন্ত করে তোলে।

১০১টি রুম ও স্যুইট সহ শহরের কেন্দ্রে অবস্থিত ভিভান্তা মেঘালয়ে ডাইনিং এবং শপিং বিকল্পের অ্যাক্সেস রয়েছে। পাহাড় এবং পাইন বন ঘেরা এই হোটেলটি ‘মেঘের আবাস’ বলে পরিচিত। এখানে গেস্টদের গ্লোবাল এবং স্থানীয়  খাবারের মিশ্রনে ডিনার সহ উইঙ্ক বার অফার করা হবে। যার ক্লাসিক ডিজাইন এটিকে ককটেলের রূপ দেয়। এছাড়াও   সামাজিক সমাবেশের জন্য  ভিভান্তায় রয়েছে একটি মিটিং এবং ডাইনিং রুম। উল্লেখ্য, এই হোটেলটি  আইএইচসিএল-এর সাথে যুক্ত হওয়ায় উত্তর পূর্ব ভারতে আইএইচসিএল –এর হোটেলের সংখ্যা দাঁড়ালো নয়টিতে।  যার মধ্যে চারটি উন্নয়নাধীন রয়েছে৷

আইএইচসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পুনীত ছাটওয়াল বলেন, হোটেল ভিভান্তা মেঘালয় হল শিলং-এর হোটেল ব্লেটের নতুন সংযোজন যা এই মাসের শেষের দিকে অতিথিদের জন্য খুলে দেওয়া হবে। যা পর্যটনের প্রসারে এই অঞ্চলে আইএইচসিএল-এর উপস্থিতি জোরদার করে তোলে।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *