ভোডাফোন আইডিয়ার নতুন প্ল্যান – ভি ম্যাক্স

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া (ভি) লঞ্চ করল নতুন পোস্টপেড প্ল্যান – ভি ম্যাক্স। ডিজিটাল যুগের গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার কথা মাথায় রেখে আনা হয়েছে ভি ম্যাক্স প্ল্যান।

ভি ম্যাক্স আগের পোস্টপেড প্ল্যানের মূল্যেই প্রদান করবে আরও বেশি কিছু। সকল বর্তমান ও নতুন পোস্টপেড ইউজারদের জন্য নতুন ভি ম্যাক্স প্ল্যান দেশজুড়ে পাওয়া যাচ্ছে ১ নভেম্বর থেকে।

 ভি ম্যাক্স প্ল্যানে রয়েছে: (ক) আরও বেশি ডেটা ও এসএমএস, (খ) ভয়েস ও ডেটা ছাড়াও আরও বেশি সুবিধা, যেমন এন্টারটেনমেন্ট, ট্রাভেল ডিস্কাউন্ট, এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, (গ) মাসিক বিলের ওপরে আরও বেশি নিয়ন্ত্রণ, (ঘ) প্রায়োরিটি কাস্টমার সার্ভিস ও (ঙ) ফ্যামিলি প্ল্যান।

By Business Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *