মুর্শিদাবাদ জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ। কর্মসূত্রে তিনি মুম্বইয়ে থাকেন। দেশে বিদেশে শো করেন তিনি। দেশজোড়া খ্যাতি তাঁর। তাঁর শোয়ের টিকিট বিক্রি হয় লাখ লাখ টাকায়। দিন দিন পাল্লা দিয়ে বেড়েই চলেছে তাঁর অনুরাগীদের সংখ্যা। তবে চণ্ডীগড়ে এক শো করতে জান তিনি। মঞ্চে গিটার হাতে একের পর এক গান গাইতে থাকেন।
সেখানে অরিজিৎকে দেখতে প্রচুর পরিমাণ দর্শকও সেখানে ভিড় করেন।গান গাইতে গাইতে তাঁর ‘অটোগ্রাফ’ এর জন্য মঞ্চে উড়ে আসতে থাকে প্রচুর রুমাল, টি-শার্ট ও টুপিও। গান গাইতে গাইতেই সেগুলোতে বিলোতে থাকেন স্বাক্ষর।কিন্তু গান থামিয়ে হঠাৎ স্টেজের মাঝে হাঁটু মুড়ে বসে পড়েন অরিজিৎ।
তাঁর হাতে থাকা রুমালটি সরিয়ে রেখে তিনি দর্শকদের অনুরোধ করেন যে তিনি “গান গাইতে এসেছেন দয়া করে তাঁরা যেন কিছুক্ষণের জন্য সেসব কিছু ছোড়াছুড়ি বন্ধ করে।” তবে এটি প্রথমবার নয় এর আগেও বহুবার শো করতে গিয়ে এরকম বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁকে। তবে তিনি প্রতিবারই বুদ্ধিমত্তার সঙ্গে এরকম পরিস্থিতির সামাল দিয়েছেন।