আজ অনির্বাণ ভট্টাচার্য্যের জন্মদিন, তবে তাঁকে কেবল অভিনেতা বললে সবটা বলা হয় না। তিনি যেমন অভিনয়ে দক্ষতা অর্জন করেন, তেমনই নাটকের মঞ্চেই প্রথম তাঁর গানের গলা ও পরিচালনার দক্ষতার সঙ্গে পরিচিত হয়েছিলেন মানুষ। পার্শ্বচরিত্রের হাত ধরেই প্রথম বড়পর্দায় পা রেখেছিলেন অনির্বাণ। ‘আরশিনগর’, ‘ঈগলের চোখ’ পেরিয়ে, প্রথম মুখ্যচরিত্রে নজর কাড়েন ‘ধনঞ্জয়’ চরিত্রটিতে। অনির্বাণের অভিনয় এর আগেই প্রশংসিত হয়েছিল। তবে তিনি যে দুঁদে অভিনেতা, তা চিনিয়ে দিয়েছিল অরিন্দম শীলের এই ছবিটি। এরপরেও একাধিক পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ, এবং প্রত্যেকটি চরিত্রেই রেখে গিয়েছেন নিজের ছাপ। ছোট চরিত্র হলেও অর্নিবাণ বড়পর্দায় যে নজর কাড়তে জানেন, তা প্রমাণ করেছেন বারে বারে।
পুজোয় মুক্তি পাচ্ছে অনির্বাণের নতুন ছবি ‘দশম অবতার’ ।এটি নিয়ে সৃজিতের সঙ্গে নয় নয় করে ৯টি কাজ করে ফেলেছেন অনির্বাণ। এর আগে ‘হইচই’ -এর ওয়েব প্ল্যাটফর্মে ব্যোমকেশের একাধিক সিজনে অভিনয় করে ফেলেছেন তিনি। এবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দূর্গরহস্য’ -র মুখও তিনি। অনির্বাণকে গানকে প্রথমবার পর্দায় এনেছিলেন সৃজিতই। ‘শাহজাহান রিজেন্সি’ ছবিতে অনির্বাণের গলায় ‘কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া’-র মোহে এখনও মুগ্ধ দর্শক।
অভিনয়, গানের পরে, পরিচালক অনির্বাণের কথা না বললে, কথা সম্পূর্ণ হয় না। দীর্ঘদিন ধরে নাটক পরিচালনা করেছেন অনির্বাণ। অনির্বাণ তাঁর প্রথম কাজ হিসেবে বেছে নিয়েছিলেন ওয়েব সিরিজকে। ‘মন্দার’ মুক্তি পাওয়ার পরে অনির্বাণের পরিচালক সত্ত্বাতে দর্শক দেখেছিলেন নতুন চোখে। আজ তাঁর জন্মদিন। তবে ওই যে… অভিনেতা ‘ওয়ার্কোহোলিক’। আপাতত নতুন ছবি ‘পক্ষীরাজের ডিম’-র শ্যুটিংয়ে ব্যস্ত অনির্বাণ। তবে জন্মদিনেও শ্যুটিং রয়েছে তাঁর। তিনি যে অনির্বাণ… যা কখনও নেভে না।