বিজেপির রাজারহাটের বৈদিক ভিলেজে কর্মীরা শাসকদলের কর্মীদের হাতে মার খেয়েছে

বিজেপির তিনদিনের প্রশিক্ষণ শিবির  রাজারহাটের বৈদিক ভিলেজে সোমবার থেকে শুরু হয়েছে। শিবিরের দুই প্রধান আলোচক হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং এ রাজ্যের জন্য নিযুক্ত নয়া পর্যবেক্ষক সুনীল বনসল। বুথ ভিত্তিক সংগঠন আরও জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই শিবিরে। সাংসদ, বিধায়ক, রাজ্য ও জেলা পর্যায়ের বহু নেতা অংশ নিয়েছেন এই শিবিরে। এই শিবির  উপলক্ষে একটি পুস্তিকা বিলি করা হয়েছে সদস্যদের মধ্যে।

বৈদিক ভিলেজের মতো ফাইভ স্টার রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে দলের বিক্ষুব্ধ অংশ প্রশ্ন তুলেছে। তাকে সামনে রেখেই আলোচনা চলছে। তাদের অভিযোগ, প্রায় আড়াই কোটি টাকা খরচ করে এই বিপুল আয়োজনের কোনও অর্থ হয় না। এদিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই শিবির নিয়ে কটাক্ষ করেন।

কর্মীরা শাসকদলের কর্মীদের হাতে মার খাচ্ছেন, রাজ্য নেতারা অত্যাচারিতদের পাশে দাঁড়াচ্ছেন না। বিক্ষুব্ধরা দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডাকে এই নিয়ে চিঠিও দিয়েছেন। দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, স্থান সংকুলানের জন্যই বৈদিক ভিলেজে শিবির করার ব্যবস্থা হয়েছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *