বুধবার পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিখ্যাত ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ অমিত মন্ডল। খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি যখন ঘটে ২২ বছর বয়সী ওই যুবক তার দুই বন্ধুর সাথে একটি স্কুটারে যাচ্ছিলেন। গুরুতর জখম অবস্থায় অমিতকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকদের সকল চেষ্টা করেও বাঁচানো যায়নি এই ইউটিউবারকে। বুধবার সকালে তিনি মারা যান। তার মর্মান্তিক মৃত্যুতে অমিতের হাজার হাজার ভক্ত গভীরভাবে শোকাহত।
নিজেকে কখনই বিশেষভাবে সক্ষম বলে মনে করেননি তিনি। কখনোই চাইনি এটা তার পরিচয় হোক। ইউটিউবে অমিতের সাবস্ক্রাইবার সংখ্যা চমকপ্রদ। অমিতকে ফলো করেছেন ৩ লাখ ৯০ হাজার মানুষ। তিনি তার ইউটিউব চ্যানেলে জীবনের বিশেষ মুহূর্ত সবার সাথে শেয়ার করতেন।
দরিদ্র পরিবারেই তার বেড়ে ওঠা। অমিতের বাবা-মা স্থানীয় পৌরসভায় চুক্তিভিত্তিক কাজে কর্মরত ছিলেন। তবে নানাবিধ আর্থিক জটিলতা সত্ত্বেও ছেলের স্বপ্ন পূরণে সব সময় সহযোগিতা করেছেন তারা। অমিতের এভাবে চলে যাওয়ায় তার পরিবার ভেঙে পড়েছে।