১৪ই জুন বান্দ্রার ফ্ল্যাটে আত্মঘাতী হন সুশান্ত সিং। পুলিশি তদন্তে জানা গেলো অবসাদের শিকার সুশান্ত সিং রাজপুত। কিন্তু তা মানতে নারাজ গোটাদেশ, বলিউডের একাংশ, এবং রাজনৈতিক মহলের কিছু ব্যক্তিত্ব। উঠে এলো একের পর বলিউডের কালো দিক। জনসাধারণ বুঝলো বলিউডে প্রতিভার কোনো দাম নেই চলছে স্বজনপোষণ নীতি। আর নেটজনতাদের নিশানায় পড়লো করন জোহর, আলিয়া ভাট, মহেশ ভাট, সলমন খান।
ইতিমধ্যে পুলিশ প্রায় ৩৪ জনকে জেরা করেছে কিন্তু তেমন ভাবে কোনো তথ্য উঠে আসেনি। তাই সুশান্তের অনুরাগীসহ আরও বলিউডের একাংশ রাজনীতি মহলের কিছু ব্যক্তিত্ব এমনকি নির্ভয়া কাণ্ডের আইনজীবী প্রধানমন্ত্রীকে আর্জি জানান সুশান্তের মৃত্যু রহস্য উন্মোচনে যেনো সিবিআই তদন্ত করা হয়। সুব্রহ্মণ্যম স্বামী কিছুদিন আগেই প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। অবশেষে প্রধানমন্ত্রী তার চিঠির উত্তর দেন। সোশ্যাল মিডিয়ায় সেই সেই চিঠি পোস্ট করেন সুব্রহ্মণ্যম স্বামীর আইনজীবী ইশাকরণ সিং ভাণ্ডারী।
অবশেষে প্রধানমন্ত্রী সুশান্তের সিবিআই তদন্তের প্রাপ্তি স্বীকার করলেন। এবার হয়তো সুশান্ত অনুরাগীরা একটু খুশির মুখ দেখবে। তাদের এতদিনের লড়াই এর পরিণতি কি হচ্ছে সেই দিকে তাকিয়ে গোটা দেশ।