তিন বছরের শেষে ৮৫,০০০ টাকায় অ্যাথার ৪৫০এক্স স্কুটার বাই-ব্যাকের গ্যারান্টি দেওয়ার মাধ্যমে অ্যাথার এনার্জি ‘অ্যাসিওর্ড বাই-ব্যাক’ প্রোগ্রামের আওতায় নিয়ে এল অ্যাথার ৪৫০এক্স স্কুটারকে। ভারতের ইভি ক্যাটাগরিতে এই প্রথম বাই-ব্যাক প্রোগ্রাম চালু করল অ্যাথার এনার্জি। এইসঙ্গে, অ্যাথার এনার্জি তাঁর অ্যাথার ৪৫০ প্লাস মডেলের এক্স-শোরুম প্রাইস কমিয়ে দিয়েছে, ফলে তা এখন কেনা যাবে ১৩৯,৯৯০ টাকায়। অ্যাথার ৪৫০এক্স স্কুটারের মালিকানা-ব্যয় কমানর লক্ষ্যে বেঙ্গালুরুর গ্রাহকরা তাদের পুরনো আইসিই টু-হুইলার এক্সচেঞ্জ করতে পারবেন, অন্যদের ক্ষেত্রে ‘লো ইন্টারেস্ট রেট লোনের’ সুবিধা পাওয়া যাবে অ্যাথার এনার্জির সহযোগী সংস্থাগুলি থেকে। ২০২১ সালের মার্চমাস পর্যন্ত ‘অ্যাথার গ্রিড’ পাবলিক চার্জিং পয়েন্টগুলিতে বিনামূল্যে চার্জিংয়ের সুবিধা দেবে অ্যাথার এনার্জি। অ্যাথারের সাবস্ক্রিপশন প্ল্যানেও পরিবর্তন আনা হয়েছে। এই প্ল্যান এখন চারটি ইনডিপেন্ডেন্ট প্যাকে পাওয়া যাবে, যা শুরু হচ্ছে মাসিক ১২৫ টাকায়। এগুলির মধ্যে রয়েছে অ্যাথার কানেক্ট লাইট, অ্যাথার কানেক্ট প্রো, অ্যাথার সার্ভিস লাইট ও অ্যাথার সার্ভিস প্রো।