আইআইএম কলকাতার নতু্ন কোর্স এনেছে হিউজেস

টিচার ও এডুকেটরদের জন্য চালু করা একটি নতুন লিডারশিপ প্রোগ্রামের জন্য হিউজেস গ্লোবাল এডুকেশনকে বেছে নিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতা। এই প্রোগ্রামটির নাম এডলিপ (EdLEAP)। বিভিন্ন স্কুলে লিডারশিপ গড়ে তোলা ও শক্তিশালী করার লক্ষ্যে স্কুল টিচার, অ্যাকাডেমিসিয়ান ও আঁত্রেপ্রিনারদের জন্য এই পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেশন প্রোগ্রামটি তৈরি হয়েছে। কোর্সটি রচনা করেছেন আইআইএম কলকাতার খ্যাতনামা ফাকাল্টি সদস্যগণ। হিউজেস ইন্টাঅ্যাক্টিভ অনসাইট লার্নিং প্লাটফর্মের মাধ্যমে ডাইরেক্ট-টু-ডিভাইস মোডে ভারতের সর্বত্র শিক্ষার্থীদের কাছে কোর্সটি উপলব্ধ হবে। এই কোর্সটি উদ্যমী লিডারদের সামনে এক বিরাট সুযোগ এনে দেবে। প্রোগ্রামটি সমাপ্ত করার পর প্রত্যেক যোগদানকারী আইআইএম কলকাতার সম্মানজনক এলামনাই স্ট্যাটাস অর্জন করবেন। উল্লেখ্য, হিউজেস প্লাটফর্ম শিক্ষার্থীদের সঙ্গে ফ্যাকাল্টি মেম্বারদের অনলাইন ও লাইভ ইন্টারঅ্যাকশনের সুবিধা দিয়ে থাকে, যার ফলে আধুনিক প্রযুক্তির সঙ্গে ক্লাসরুম টিচিংকে সুসংহত করা সম্ভব হয়।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *