রক্তচাপ, শ্বাসকষ্ট, প্রেসার, সুগার সহ একগুচ্ছ শারীরিক সমস্যায় আইটিইউ ভর্তি রয়েছেন আপাতত সৌমিত্র । সঙ্গে রয়েছে হার্টের সমস্যাও । গত দুদিন ধরে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি তাঁর ।তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক । তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে ।
এদিকে প্লাজমা থেরাপি চলছে তাঁর । গত শনিবার রাতে সৌমিত্রকে দু’ইউনিট প্লাজমা দেওয়া হয়েছিল। রবিবার দেওয়া হয়েছে আরও এক ইউনিট । কিন্তু রাতের দিকে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা। বছর ছিয়াশির সৌমিত্র বাবুকে ২৪ ঘন্টা পর্যবেক্ষনে রাখতে ১৬ সদস্যের মেডিকেল টিম গঠিত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।
আনলক শুরু হতেই একাধিক অসমাপ্ত কাজ শেষ করতে পুরোদমে শ্যুটিংএ নামতেই শরীর খারাপ হয়ে পড়ে। করোনার লক্ষ্ণণ প্রকাশ পাওয়ায় সঙ্গে সঙ্গে কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে ।