তাইওয়ানিজ টেক-জায়ান্ট আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) বাজারে নিয়ে এল নতুন গেমিং ল্যাপটপ – জেফাইরাস জি১৪। আসুস-এর এই ফ্ল্যাগশিপ প্রোডাক্টটি এএমডি রাইজেন ৯ ৪৯০০এইচএস প্রসেসর চালিত। এতে রাখা হয়েছে কাস্টমাইজড ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম, এনভিডিয়া’র আরটিএক্স ২০৬০ ম্যাক্সকিউ জিপিইউ। এরই সঙ্গে আসুস ইন্ডিয়া তার এএমডি পোর্টফোলিয়ো বৃদ্ধি করে এনেছে জেনবুক ১৪, ভিভোবুক এস এস১৪, ভিভোবুক আল্ট্রা কে১৫, ভিভোবুক আল্ট্রা১৪/১৫, ভিভোবুক ফ্লিপ১৪ ও জেফাইরাস জি১৫। ৬ আগস্ট থেকে জেফাইরাস জি১৪ (অ্যানিমি ম্যাট্রিক্স-সহ) পাওয়া যাচ্ছে ৯৮,৯৯০ টাকায় ও জেফাইরাস জি১৪ (অ্যানিমি ম্যাট্রিক্স ছাড়া) ৮০,৯৯০ টাকায়। অন্যান্য মডেলগুলির দাম ৪৭,৯৯০ টাকা থেকে ১০৪,৯৯০ টাকা। আসুস ইন্ডিয়ার বিজনেস হেড, কনজিউমার অ্যান্ড গেমিং পিসি, সিস্টেম বিজনেস গ্রুপ, আর্নল্ড সু ও এএমডি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর (সেলস) বিনয় সিনহা নতুন প্রোডাক্ট আরওজি জেফাইরাস জি১৪ নিয়ে আশা প্রকাশ করে জানান, গেমার ও কন্টেন্ট ক্রিয়েটরগণ এই নতুন গেমিং ল্যাপটপটি সাদরে গ্রহণ করবেন।