আয়রন ও স্টিল সেক্টরে বেদান্ত গ্রুপের নেতৃত্ত্বে দুই ইন্ডাস্ট্রি ভেটারেন

বেদান্ত গ্রুপ তাদের আয়রন ও স্টিল সেক্টরে বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে দুজন ইন্ডাস্ট্রি ভেটারেনের পদোন্নতি ঘটালো। বেদান্ত আয়রন অ্যান্ড ফেরো অ্যালয়েজ বিজনেস-এর সিইও সৌভিক মজুমদারকে বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল সেক্টরের সিইও পদে এবং বেদান্ত ভ্যালু অ্যাডেড বিজনেস-এর ডিরেক্টর এনএল ভাট্টে’কে ইএসএল স্টিল-এর সিইও পদে নিয়োগ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে সৌভিক মজুমদার বেদান্ত গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন। মাইনিং, এক্সপ্লোরেশন, লজিস্টিক্স, আয়রন মেকিং ও বিজনেস ডেভেলপমেন্ট-সহ আয়রন ও স্টিল সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রভূত অভিজ্ঞতা রয়েছে। তাঁকে সেসা গোয়া আয়রন ওর বিজনসের সিইও পদে নিয়োগ করা হয়েছিল ২০১৯ সালে। প্রায় তিন দশক ধরে এনএল ভাট্টে পিগ আয়রন, মেটালার্জিক্যাল কোক, স্টিল মেকিং ও ওয়েস্ট হিট রিকভারি পাওয়ার প্ল্যান্টের অভিজ্ঞতা সম্পন্ন। এবার তিনি ইএসএল স্টিলের হেড হচ্ছেন। বেদান্ত এই সংস্থাটি অধিগ্রহণ করেছিল ২০১৮ সালে।

বেদান্ত গ্রুপের সিইও সুনীল দুজ্ঞল সৌভিক মজুমদার ও এনএল ভাট্টে’কে পদোন্নতির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এঁরা দুজন তাঁদের বিভিন্ন ক্ষেত্রের সমৃদ্ধ অভিজ্ঞতার প্রয়োগে সেফটি, এনভায়রনমেন্ট ও গ্রোথের দিক থেকে বেদান্তর আয়রন ও স্টিল বিজনেস নতুন উচ্চতায় পৌঁছে দেবেন বলে তাঁরা আশাবাদী।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *