শিলিগুড়িতে “উত্তরবঙ্গ সংবাদ”-এর সহযোগী সম্পাদকের দায়িত্বে থাকা রোহিত বসু কিছুদিন আগেই কলকাতায় নিজের বাড়িতে ফিরে এসেছিলেন। কিন্তু তারপরেই হঠাৎ করে মৃত্যু এসে কড়া নাড়ল তাঁর বাড়ির দরজায়।
বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় (Kolkata) নিজের বাসভবনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশিষ্ট সাংবাদিক রোহিত বসু (Rohit Basu)। নিজের বাসভবনে ৫৯ বছর বয়সে জীবনের সফরে দাঁড়ি পড়ে গেল “উত্তরবঙ্গ সংবাদ” (Uttarbanga Sangbad) এর সহযোগী সম্পাদকের। কলকাতার সাংবাদিক মহলে অত্যন্ত পোড়খাওয়া এক সাংবাদিক বলেই পরিচিতি ছিল তাঁর । “উত্তরবঙ্গ সংবাদ”-এ যোগ দেওয়ার আগে “আনন্দবাজার পত্রিকা”, “একদিন”-এর মতো দৈনিক সংবাদপত্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর। এক সময় “তারা নিউজ”-এর সঙ্গেও যুক্ত ছিলেন এই অভিজ্ঞ সাংবাদিক। তবে গত প্রায় এক-দেড় বছর ধরে তিনি “উত্তরবঙ্গ সংবাদ” নামের দৈনিক সংবাদপত্রটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।