এই প্রথম প্রকাশ্য প্রতিবাদে নামছেন লীলা গঙ্গোপাধ্যায় এবং টলিপাড়ার তারকারা

পথে নামছেন টলিপাড়ার বিশিষ্টরা। কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে শিল্পীদের এই প্রতিবাদ সভা। সোমবার দুপুর ৩টে নাগাদ মেট্রো চ্যানেলে প্রতিবাদ সভার আয়োজন করেছেন তারকারা। সভায় থাকছেন পরিচালক রাজ চক্রবর্তী, কৌশিক সেন, ঋদ্ধি সেন, মহিলা কমিশনের অধ্যক্ষা লীলা গঙ্গোপাধ্যায় ও আরও অনেকে। সভার নাম দেওয়া হয়েছে, ‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার ‘।
প্রতিবাদ সভায় থাকছে না কোনও রাজনৈতিক রং। তারকাদের অনলাইনে আক্রমণ, তাঁদের খুনের হুমকি, গণধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। সায়নী ঘোষ, দেবলীনা দত্ত ও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে ব্যাক্তিগত ভাবে আক্রমণ করা হয়েছে। সহকর্মীদের উপর হওয়া অত্যাচার সহ্য করতে প্রতিবাদে পথে নামলেন টলিপড়ার শিল্পীরা।

লীলা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এত দিনের কর্মজীবনে কখনও প্রকাশ্য প্রতিবাদ করেনি, কাজের মধ্যে দিয়েই মত প্রকাশ করেন। কিন্ত এই পরিস্থিতি মেনে নেওয়ার মতো নয়, তাই বাধ্য হয়ে এই প্রথম প্রতিবাদ সভায় রাস্তায় নামছেন তিনি।
কোনও অভিনেতার অভিনয় পছন্দ না হলে তাঁর ছবি দেখবো না কিংবা তাঁর কথা শুনবো না , এমন মত নেওয়া যেতেই পারে। কিন্তু গণধর্ষণ কিংবা খুনের হুমকি দেওয়া এটা স্বাধীন দেশের কাম্য নয়। এই মানসিকতা নিয়েই একজোট হচ্ছেন শিল্পীরা । শুধু তাই নয় এই প্রতিবাদ সভায় সাধারণ মানুষদের সামিল হওয়ার আহ্বান করা হয়েছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *