বিতর্ক যেন তার পিছু ছাড়ছেনা । সব বিষয়ে প্রতিবাদী মনোভাব নিয়ে মন্তব্য করা অভ্যেস হয়ে গিয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। রাজনীতি থেকে বলিউড – নানা বিষয়ে তাঁকে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এ বার তিনি মতামত দিলেন কৃষক বিক্ষোভ নিয়ে ।
ঘটনার সূত্রপাত কৃষি আইনের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ নিয়ে, তা নিয়ে মুখ খুললেন বলিউডের কুইন । এক ট্যুইটার ইউজার তাঁর পোস্টে কমেন্ট করেন, কৃষকদের বিক্ষোভে সামিল হয়েছে শাহিনবাগ দাদি হিসেবে পরিচিত ৮২ বছরের বৃদ্ধা বিলকিস বানো এবং দৈনিক ভাড়া দিলেই তিনি আজকাল এ ধরনের বিক্ষোভে সামিল হয়ে যাচ্ছেন বলে ও দাবি করেন তিনি।
এই পোস্টটিকে কেন্দ্র করেই সুর চড়িয়েছেন কঙ্গনা। তিনি ব্যঙ্গের সুরে লিখেছেন, ‘‘তিনিই সেই দাদি যিনি টাইম ম্যাগাজিনে ভারতের শক্তিশালী ব্যক্তি হিসাবে চিহ্ণিত হন এবং তাঁকে ১০০ টাকায় পাওয়া যায়।’’ তিনি আরও বলেন, করেছেন যে “পাকিস্তানি” সাংবাদিকরা ভারতের জনসংযোগ আধিকারিককে খুব বিব্রতকর উপায়ে হাইজ্যাক করেছেন।এরপরই এ কথা বলার জন্য নেটিজেনের রোষের মুখে পড়তে হয়েছে বলিউডের ক্যুইনকে। প্রবল সমালোচিত হওয়ার পর ,টুইট মুছে ফেলেন তিনি।