ওপ্পো ভারতের প্রথম অনলাইন মিউজিক লঞ্চ্ ইভেন্টের মধ্য দিয়ে এদেশে তাদের এফ সিরিজে দু’টি নতুন স্মার্টফোন যোগ করল – এফ১৭ প্রো ও এফ১৭। একইসঙ্গে ওপ্পো নিয়ে এসেছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন-যুক্ত ট্রু অয়্যারলেস হেডফোন – এনকো ডব্লিউ৫১। ওপ্পো এফ১৭ প্রো পাওয়া যাবে তিনটি কলারে – ম্যাজিক ব্লু, ম্যাট ব্ল্যাক ও মেটালিক হোয়াইট। দাম ২২,৯৯০ টাকা (৮+১২৮জিবি)। ডব্লিউ৫১ পাওয়া যাবে স্টারি ব্লু ও ফ্লোরাল হোয়াইট কলারে। এতে রয়েছে অয়্যারলেস চার্জিং, প্রফেশনাল অডিয়ো কোয়ালিটি, আল্ট্রা-লো ল্যাটেন্সি ও ইন্টেলিজেন্ট টাচ কন্ট্রোল। এর দাম ৪৯৯৯ টাকা। ওপ্পো এফ১৭ প্রো ও এফ১৭-এর বিশেষত্ব আল্ট্রা-স্লিম বডি ও ভুক (VOOC) ফ্ল্যাশ চার্জ ৪.০। এফ১৭-এর ওজন মাত্র ১৬৪ গ্রাম। এতে আছে ৬.৪৩’’ ফুল এইচডি+, সুপার অ্যামোলেড স্ক্রিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক ৩.০, ছয়টি এআই প্রোট্রেট ক্যামেরা, ৪০০০এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও পি৯৫ এআই চিপসেট। এফ১৭ প্রো চলে কলরওএস ৭.২ অপারেটিং সিস্টেমে। এই ফোনে কল গ্রহণের জন্য ফোনটিকে ধরারই দরকার হয়না এতে এয়ার জেশ্চার ফিচার থাকায়।