মুম্বই: বুধবার অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিলাসবহুল অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিএমসি। শেষ পর্যন্ত বম্বে হাইকোর্টের হস্তক্ষেপে বিষয়টিকে থামানো গিয়েছে। বিএমসির দাবি মুম্বইয়ের পালি হিলে কঙ্গনার এই অফিস নাকি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। আর তাই কঙ্গনার অফিসে ভাঙচুর চালায় বিএমসি। কঙ্গনার অফিস ভাঙার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের বেশ কয়েকজন অভিনেতারাও।
বিএমসি এর জবাব দিলেও, কঙ্গনার আইনজীবীর পক্ষ থেকে জবাবের জন্য সময় চাওয়া হয়েছে। পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, যদি কঙ্গনার অফিস আইন মেনে নির্মাণ হয়েছে এমন প্রমাণিত হয়, তাহলে বিএমসির পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে জানিয়েছেন কঙ্গনার আইনজীবী।
এ বছর জানুয়ারি মাসে এই অফিস উদ্বোধন করেন কঙ্গনা। নিজের স্বপ্নের মতো করে সাজিয়েছিলেন তিনি এই অফিস। অফিসের মধ্যেই রয়েছে তার স্টুডিও। জানা যাচ্ছে, এর পরে বি এম সির নিশানায় রয়েছে মুম্বইয়ের খার অঞ্চলে কঙ্গনার বাড়ি। স্থগিতাদেশ উঠলে সেই বাড়িও ভাঙার প্রস্তুতি রয়েছে বিএমসির কাছে।