কলকাতা ২৬ তম চলচিত্র উৎসবে ভার্চুয়ালি যোগ দিলেন শাহরুখ খান

কোভিড আবহেও শুরু হলো কলকাতা ২৬ তম চলচিত্র উৎসব। আর এই উৎসবে অনলাইনে উদ্বোধন করেন বলিউড অভিনেতা কিং খান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই কথা মতোই ভার্চুয়ালি যোগ দিলেন শাহরুখ খান। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুশল বিনিময় সেরে কলকাতায় না আসতে পারার জন্য দুঃখপ্রকাশ করেন শাহরুখ।

শাহরুখ বলেন, খুব খারাপ লাগছে। ২০১১ সাল থেকে প্রত্যেক বার আসি। আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর, পরিবারের একাংশ। আমি দিদিকে বললাম, এবার হয়তো আসতে পারব না। মহামারী চলছে। একবার বলাতেই দিদি আমার কথা শুনলেন। ধন্যবাদ দিদি।

মহামারী পরিস্থিতি নিয়েও এদিন তিনি বলেন, এই মহামারী আমাদের উপর বড় প্রভাব ফেলেছে। ২০২০ খুব খারাপ একটি বছর ছিল সারা বিশ্বের জন্য। তবে ঈশ্বরের ইচ্ছায় আমাদের অতটা কষ্ট পেতে হয়নি। এই মহামারী থেকে একটা জিনিসই শিখেছি, পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হয় না। আর আমার মনে হয় কলকাতা আমার পরিবার। বাংলা আমার পরিবার। গোটা দেশ আমার পরিবার।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *