দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ‘বাঘিনী’ ছবি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলজীবন থেকে রাজনৈতিক উত্থান, বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সব খুঁটিনাটিই রয়েছে বাঘিনীতে। ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পায় মুখ্যমন্ত্রীর জীবনী অবলম্বনে তৈরি ‘বাঘিনী’ সিনেমাটি। এই ছবিতে মুখ্যমন্ত্রী হিসেবে পর্দায় ধরা দিয়েছেন রুমা চক্রবর্তী।
কিন্তু কলকাতার কোন সিনেমা হলেই মুক্তি পায়নি ছবিটি। প্রযোজক পিংকি পালের দাবি, রাজনৈতিক ঈর্ষার কারণেই কলকাতার কোনও হল পাননি তাঁরা। কলকাতার হলে ছবি মুক্তির আরজি জানিয়েই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তাঁরা।