চল্লিশ পা আবির চট্টপোধ্যায়ের

আজ অভিনেতা আবির চট্টপোধ্যায়ের জন্মদিন। আজ চল্লিশ বছরে পা রাখলেন আবির। বাংলা সিনেমা জগতে অন্যতম ব্যক্তিত্ব যিনি নারী হৃদয়ে সবসময়ই ঝড় তোলেন তিনি। যে কোনও বাঙালি মেয়ের হার্টথ্রব। বুদ্ধিদীপ্ত হ্যান্ডসম চেহারা, তাঁর চোখের চাহনি, মিষ্টি হাসি, সর্বোপরি গালের ওই কাটা দাগ এতেই ফিদা বঙ্গ নারীরা।

এতো মেয়ের ডাক উপেক্ষা করে, সকলের মন ভেঙে দিব্যি নিজের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে সংসার চালিয়ে যাচ্ছেন আবির। পরিবার ও কাজকে কীভাবে সমানভাবে ব্যালেন্স করতে হয় তা আবির ভালভাবেই জানেন।

আবির তার অভিনয় জীবন শুরু করেন বাংলা টেলিভিশনের পর্দায়। ২০০৬ সালে ‘রবিবারের বিকেলবেলা’ ধারাবাহিকের মাধ্যমে প্রথম অভনয় জীবনে প্রবেশ করেন আবির চট্টোপাধ্যায়। রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয় আসছে’ টেলিভিশন ধারাবাহিকে আবিরকে প্রথম দেখা যায়।

২০০৯ সালে অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত ‘ক্রস কানেকশান’ দিয়ে টলিউডে অভিষেক হয় তাঁর। ব্যোমকেশের চরিত্রে যেভাবে আবির চট্টোপাধ্যায় নিজেকে তুলে ধরেছেন, তা এককথায় অনবদ্য। বর্তমানে জি বাংলার ‘সা রে গা মা পা’-তে সঞ্চালকের ভূমিকায় রয়েছে আবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *