জনদরদি মানুষ সোনু সুদ

করোনা এবং তার জেরে হওয়া লকডউনের কারণে সমাজের সব শ্রেণির মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখনও হচ্ছেন। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। করোনা যাঁদের মারতে পারেনি, অর্থনৈতিক সমস্যা তাঁদের শেষ করে দিয়েছে।

দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অন্ধ্রপ্রদেশের চিত্তরের নাগেশ্বর রাও-এর কাহিনি। বিগত ২০ বছর ধরে একটি চায়ের দোকান চালাতেন নাগেশ্বর, কিন্তু লকডাউনের কারণে তাঁর এতো বছরের সেই চালু ব্যবসা বন্ধ হয়ে যায়। বাধ্য হয়েই স্ত্রী ও দুই মেয়ে নিয়ে দেশের বাড়িতে ফিরে চাষের কাজ শুরু করেন। কিন্তু জমিতে হাল করার জন্য ট্রাক্টর বা বলদ না থাকায়, লাঙল বয়ে নিতে দেখা যায় নাগেশ্বরের দুই মেয়েকে। পুরো পরিবারের এই চাষের ভিডিও মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পরে।

নাগেশ্বরের দুই মেয়েই দশম ক্লাসের গণ্ডি পেরিয়েছে। ভেন্নেলা এবং চন্দনা নাগেশ্বরের দুই মেয়ে জানিয়েছেন যে, তাঁদের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, বাবা-মাকে সাহায্য করার জন্যই তারাও চাষের কাজে হাত লাগিয়েছে।

এই ভিডি চোখ এড়ায়নি অভিনেতা ও জনদরদি মানুষ সোনু সুদেরও। দেখা মাত্রই তিনি নাগেশ্বেরের পরিবারের দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান যে, ‘এই পরিবার একটি ট্রাক্টর পাওয়ার যোগ্য। তাই আপনাদের একটি ট্রাক্টর পাঠানো হবে। মেয়েদুটিকে পড়াশোনায় মনোনিবেশ করতে দেওয়া হোক।’

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *