‘ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসাল্টেন্টস’ (আইবিসি) হিসেবে ভারতের অন্যতম দ্রুত প্রসারণশীল এডটেক স্টার্ট-আপ ‘বড়া বিজনেস’ তাদের দেশব্যাপী প্রসারণকালে এযাবৎ ১১০৭১টি ‘সোলোপ্রিনার্স’-এর সঙ্গে যুক্ত হয়েছে। ‘বড়া বিজনেসের’ এরকম ৪১৫টি ডিস্ট্রিবিউশন এজেন্ট রয়েছে পশ্চিমবঙ্গে। পরবর্তী বছরে এই স্টার্ট-আপ তাদের আইবিসি নেটওয়ার্ক বাড়িয়ে ১,০০,০০০টি করতে উদ্যোগী হয়েছে। এর ফলে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে তরুণ পেশাদারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এক শিক্ষামূলক বক্তৃতাকালে একথা জানিয়েছেন বড়া বিজনেসের ফাউন্ডার সিইও ড. বিবেক বিন্দ্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ জন এন্টারপ্রিনার্স, ওয়ান্টেপ্রিনার্স ও শিক্ষার্থী।
২০১৯ সালে প্রতিষ্ঠিত বড়া বিজনেস একটি এডটেক প্লাটফর্ম, যা ডিজিটাল বিজনেস লার্নিং কোর্সের সিরিজ এনেছে স্মল এন্টারপ্রিনার ও ওয়ান্টেপ্রিনারদের জন্য। স্টার্ট-আপ স্তরেই এই কোম্পানি ২০২১-এর জানুয়ারিতে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বড়া বিজনেসের ডিস্ট্রিবিউশন এজেন্ট হিসেবে আইবিসিগুলি কাজ করে ও নতুন নতুন এলাকায় তাদের প্রোডাক্টের বিস্তৃতি ঘটায়। আইবিসি প্রোগ্রাম হল দেশে কোম্পানির প্রসারণের অঙ্গবিশেষ, যা তরুণ স্বনির্ভর ব্যক্তিদের সামনে নতুন ব্যবসার পথ খুলে দেয়। কোম্পানি নিয়মিতভাবে আইবিসিগুলির জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে থাকে, যেখানে নতুন প্রোডাক্টস ও অফারিং বিষয়ে তাদের অবহিত করা হয় এবং তাদের তরুণ প্রফেশনাল ও স্মল এন্টারপ্রিনারদের নিকটে পৌঁছানোর ব্যবস্থা করে।