নিজের বায়োপিক তৈরিতে সম্মতি জানালেন বাংলার দাদা

এবার বিনোদের রুপোলি পর্দায় আসতে চলেছে বাঙ্গালীর গর্ব। অবশেষে নিজের বায়োপিকের সম্মতি দিলেন দাদা। তৈরি হতে পারে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনচিত্র। জল্পনা শুরু হলো ভারতীয় ক্রিকেটের মহারাজের চরিত্র নিয়ে। জল্পনা ছিল চরিত্রে অভিনয় করতে পারেন হৃতিক রোশন। তবে এখন উঠে আসছে রণবীর কপূরের নাম। রণবীরের অবশ্য এর আগেও বায়োপিক করার অভিজ্ঞতা রয়েছে। জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছিলেন রণবীর। যে ছবিটা বক্স অফিসেও খুব বড় হিট ছিল।

বলিউডে বিগ বাজেটে তৈরি হতে চলেছে তাঁর বায়োপিক। শোবিজের দুনিয়ার অন্যতম নামী ব্র্যান্ড ভিয়াকম -এর ব্যানারে তৈরি হবে এই বায়োপিক। ছবির বাজেট প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা। ইতিমধ্যে বায়োপিকের কাজ অনেকটাই এগিয়ে গেছে। ইতিমধ্যে স্ক্রিপ্ট লেখার কাজও কিছুটা এগিয়েছে। প্রসঙ্গত, বাইশ গজের তারকাদের নিয়ে বলিউডে বায়োপিক বরাবরই ফেমাস৷ মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির চরিত্রে সুশান্ত সিং রাজপুত। ’৮৩ তে কপিল দেবের চরিত্রে রণবীর সিং।

১৯৯৬ সালে শতরান দিয়ে অভিষেক, স্টিভ ওয়-র অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে দেওয়া, লর্ডসের বারান্দায় জামা ওড়ানো থেকে ২০০৩ সালে বিশ্বকাপ জয়ের মুখ থেকে ফিরে আসা। দল থেকে বাদ যাওয়া এবং রাজকীয় ভঙ্গিতে ফিরে আসা। বর্তমানে ভারতীয় বোর্ড প্রধান সৌরভের জীবনে নানান ওঠাপড়া। তাঁর জীবন টেক্কা দিতে পারে যে কোনও ছবিকেই। সেই ভাবনাই এ বার প্রযোজনা সংস্থার মাথায়।

অভিষেক টেস্টে সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে ওড়ানো। এমন একটা সময়ে সৌরভ অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন, যখন ভারতীয় ক্রিকেট রীতিমতো টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। সৌরভের হাত ধরে ভারতীয় ক্রিকেটের উত্তরণ। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের বায়োপিকটাও অন্যতম সেরা হয়ে থাকবে বলেই বলা হচ্ছে।

সৌরভের বায়োপিক নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। বছর তিনেক আগে একতা কাপুর নিজে সৌরভের বাড়িতে এসেছিলেন। ম্যারাথন বৈঠক করেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে। একতা ভীষণভাবে সৌরভের বায়োপিক করতে আগ্রহী ছিলেন। কিন্তু সৌরভ তখন না করে দিয়েছিলেন। তবে এবার আর সৌরভ না করেননি। বলিউড আরও একটা ব্লকবাস্টার বায়োপিকের সাক্ষী হতে চলেছে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *